বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে দুই ভাইসহ নয়জনের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে দুই ভাইসহ নয়জনের মৃত্যু  

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাটোরের সিংড়ায় দুই ভাইসহ তিনজন, হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজন, ময়মনসিংহের তারাকান্দায় দুজন ও পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— 

নাটোর : নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান এবং রাব্বী। ১নং সুকাশ ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন জানান, সকালে অটোভ্যানে তিনজন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এসময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।

হবিগঞ্জ : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত গভীর রাতে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী ও চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার জহুর মিয়া, নুরুল আমিন ও চুনারুঘাট উপজেলার নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং। গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান জানান, উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া গত রোববার রাতে পিকআপভ্যানে নিজঘরের দরজা জানালার কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী পৌঁছালে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া, মাওলানা মিজান মিয়া, অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া গুরুতর আহত হন। অপরদিকে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তিনি উপজেলার নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে বিশাল উড়াং।

তারাকান্দা (ময়মনসিংহ): ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম, ধোবাউড়া উপজেলার মোশাররফ। গত রোববার রাতে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বিষয়টি জানিয়েছেন। ওসি বলেন, সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি  ভাড়ায় মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও এক মোটরসাইকেল যাত্রী। নিহত সিরাজুল ও মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে দুধের ক্যান বোঝাই করিমনের চাপায় রিমি খাতুন নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) চাটমোহর-পাবনা সড়কের অমৃতকৃন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি ওই গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রীটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সহপাঠি নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্ধীরা। স্থানীয়রা জানান, সোমবার (১১ মার্চ) কোচিং শেষ করে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রিমি। পথিমথ্যে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় উল্টোদিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি করিমন গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমি খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমন চালক পালিয়ে যায়। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ